প্রবাসী কল্যাণ সচিব খন্দকার শওকতকে হাইকোর্টে তলব

shawkatহাইকোর্টের নির্দেশ পালন না করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আদেশ দেন। আগামী ৩ জুন সচিবকে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে হবে।

উল্লেখ্য, ২০১০ সালে বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের ৭৭ জন কর্মকর্তা চাকরি স্থায়ীকরণে হাইকোর্টে একটি আবেদন করেন। রিটের প্রেক্ষিতে ওই বছরের ৭ এপ্রিল তাদের চাকরিতে স্থায়ী করতে নির্দেশ দেন হাইকোর্ট।

এ বিষয়ে আপিলের পরও ২০১৩ সালের ১ আগস্ট আপিল বিভাগ রিটকারীদের প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নিজ পদে স্থায়ীকরণের আদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। এমন অভিযোগ এনে আবেদনের পর মঙ্গলবার এ আদেশ দেন হাইকোর্ট।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend