নালিতাবাড়ীর কাঁকর কাঁন্দিতে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অবৈধ দাবী– সিনিয়র সহকারী জজ আদালতে মামলা

mamala1শেরপুরজেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ১৫ ব্যক্তির বিরুদ্ধে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে শেরপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা ।কাকর কান্দি গ্রামের সাধারণ এক ছাত্রী অভিভাবক বাদী হয়ে মোকদ্দমাটি দায়ের করেছেন ।বাদী মোঃ আব্দুল লতিফ কাকর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে গঠিত অভিভাবক সদস্য পদে নির্বাচন অবৈধ দাবী করে বাতিলের জন্য প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সচিব এ এস এম খুরশীদ আলম সহ অন্যান সদস্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানকে বিবাদী করে মামলা দায়ের করেন। বিবাদী অভিযোগে বলেন , প্রধান শিক্ষক অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের কোন ভোটার তালিকা প্রস্তুত করেন নাই । খসড়া ভোটার তালিকা প্রদর্শন করেন নাই । নির্বাচনের জন্য কোন সুনির্ষ্টি তারিখ ঘোষনা ছাড়াই ১৭ ফেব্রুয়ারী তারিখে মনগড়া যোগসাজসী ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত করেন। প্রধান শিক্ষকের এই অবৈধ কমিটির খবর প্রকাশ হলে ২ মার্চ ২০১৪ তারিখে বিদ্যালয়ের ১৩৩ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । সরকারী দপ্তর কোনরূপ ব্যবস্থা গ্রহন না করায । বাদী বিক্ষুদ্ধ হয়ে মামলা দায়ের করেন । বিদ্যালয়টির এখনও পূর্নাঙ্গ কমিটি হয় নাই দাবী অভিভাবকদের । ১৯৬৪ সালে কাকরকান্দি গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ।
এ ব্যাপারে প্রধানশিক্ষক এএসএম খুরশীদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- সরকারী বিধিমোতাবেক সদস্য নির্বাচিত হয়েছে । সরকারী নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাধ্যতামূলক । আদালতে মামলা হয়েছে আইনগত ভাবে মোকাবেলা করা হবে ।
নালিশী কমিটির একজন অভিভাবক সদস্য এডভোকেট ছমিরউদ্দিন বলেন , তপছিল বিহীন ,ভোট বিহীন নির্বাচন হলেও আমিএকজন কমিটির সদস্য ।
ছাত্র-ছাত্রী অভিভাবিক গন বলেন —- সভাপতি পদের দ্বন্ধের কারনেই প্রধান শিক্ষকের দূনীর্তি ফাসঁ হয়ে গেছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend