রাজশাহীতে পরিবহন ধর্মঘট ২০ মে থেকে

image_91237_0নসিমন, করিমন, ভটভটি পাওয়ারটিলার, টাক্টরসহ অবৈধ যানবাহন বন্ধ করা না হলে আগামী ২০ মে বিকেল ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করা হবে। এছাড়া ওই দিন বিকেল ৩টায় রাজশাহীতে শ্রমিক সমাবেশ থেকে এক দফার আন্দোলন ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবিতে এ আল্টিমেটাম দেয়া হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদাক মুঞ্জুর রহমান পিটার এ আল্টিমেটাম দেন।
৬ দফা দাবি হচ্ছে- অটোরিকশা, মাহেন্দ্রা, ত্রি-হুইলার, ইমা, রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল এবং রুট পারিমট দেয়া বন্ধ করতে হবে, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা ভিত্তিক চলাচল বন্ধ করতে হবে, স্কেলের নামে ট্রাকের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং পুলিশী হয়রানি বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় আগামী ২০ মের মধ্যে ৬ দফা দাবি মানা না হলে প্রথমে রাজশাহী জেলা, এর পর গোটা উত্তরবঙ্গ এবং সর্বশেষ গোটা দেশ অচল করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সভাপতি এনামুল হক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend