ওল ফুলে হৈচৈ

image_90283_0ফুলটি সাধারণ মানুষের কোনো পরিচিত গণ্ডির ফুল নয়। গোলাপ, বেলী, জবার মতো ফুলটি সচারচর দেখাও যায় না। তাই হঠাৎ কোনো এলাকায় যখন ফুলটি ফোটে তখন মানুষের ভাবনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই নাড়া দেয়।এমন একটি ফুল ফুটেছে নওগাঁর সাপাহার উপজেলার রাইপুর গ্রামে। গ্রামের ফজলুর রহমানের ভিটার আকারে বড় হলুদেভাব ও খয়েরি রঙের বিশালাকৃতির ফুলটি দেখে তো গ্রামের অনেকেই চোখ কপালে ওঠার অবস্থা! গন্ধও লাশের। সংবাদটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলে দলে দলে মানুষ ভিড় করতে থাকতে ফজলুর রহমানের ভিটায়। ফুলটিকে ঘিরে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা আজগুবে কথা ও গল্প। তবে ফুলটি আসলে একটি ওল ফুল। এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, যদি কোনো ওল তিন থেকে চার বছর মাটির নিচে থেকেও গাছ বের না হয়, তাহলে তা থেকে ফুল বের হয়। মৃদু দুর্গন্ধযুক্ত বড় আকারের ফুল মাটি ভেদ করে বের হয়।

উপজেলার কোচকুড়লিয়া গ্রামের মনোয়ারুল ইসলাম জানান, তার উঠানেও কয়েক বছর আগে এমন তিনটি ফুল ফুটেছিল। ওই সময় ফুলগুলোকে ঘিরেও এমন ঘটনা তৈরি হয়েছিলো।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend