শেরপুরে মাতৃত্ব ভাতা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন হুইপ আতিক

sherpur-Map-W-220x160খবর বাংলা ২৪ডেক্স: শেরপুরে ২শ ৯৪ জন মহিলার মাঝে মাতৃত্ব ভাতা বিতরণ করা হয়েছে। ২ মে শুক্রবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই ভাতা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে ২১ জন করে মাসিক ৩শ ৫০ টাকা হারে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত ৬ মাসের ভাতা বাবদ ৬ লাখ ১৭ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রেহানা আক্তার, নারীনেত্রী কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রীর তহবিলের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলার ১৯ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিকেলে হুইপ আতিক কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ নামাপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে স্থানীয় রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend