বকশীগঞ্জে ফুটপাত দখল করে চাঁদাবাজী

বকশীগঞ্জে ফুটপাত দখল করে চাঁদাবাজী
খবর বাংলা২৪ ডেক্স: জেলার বকশীগঞ্জে ভূমি অফিসের চারপাশের জমিসহ রাস্তার দু’ধারে অবৈধ দখলের কবলে পড়েছে পৌরশহর। ফলে রাস্তা সংকুচিত হয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।
অপরদিকে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করছে। অবৈধ স্থাপনা থেকে প্রতিমাসে চাঁদাবাজী করে পুলিশ ও সরকার দলীয় নেতারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের উপজেলা পরিষদ মহাসড়কের দু’ধারে প্রায় ২ কিলোমিটার রাস্তার দু’ধারে অবৈধভাবে ফুটপাত ব্যবসায়ীদের দখলে রয়েছে। এসব ফুটপাত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় রাস্তা সংকুচিত হয়ে গেছে।
এছাড়া উপজেলা ভূমি অফিসের চারপাশে ২.৫৫ একর জমির মধ্যে অফিস ছাড়া বাকি জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল করে কাঁচাবাজারসহ বিভিন্ন ব্যবসায় চালিয়ে যাচ্ছে। মাতৃসদন থেকে মালীবাগ মোড়, ঝংকার সিনেমা হল থেকে পুরাতন গরুহাটি পর্যন্ত রাস্তার দু’পাশে গড়ে উঠেছে অবৈধ এসব স্থাপনা।
এছাড়া বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তার কোলঘেঁষে মাইক্রোবাস, সিএনজিস্ট্যান্ড স্থাপন করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend