৩৮ বসন্ত পেরিয়েও আগ্রাসনে ক্যালিস

৩৮ বসন্ত পেরিয়েও আগ্রাসনে ক্যালিস
খবর বাংলা২৪ ডেক্স:: সপ্তম আইপিএলের সূচনা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দুই বলে মাত্র ১ রান করে আউট হন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। লাসিথ মালিঙ্গার শিকার হন তিনি।

অথচ একই দিনে জীবনের ৩৮টি বসন্ত পার করেও উইকেটের ২২ গজে ব্যাট হাতে প্রতাপ ছড়ান নাইটদের দক্ষিণ আফ্রিকান মায়েস্ত্রো জ্যাক ক্যালিস। এদিন সাবেক প্রোটিয়া তারকার ৪৬ বলের ৭২ রানের ক্যামিও ইনিংসে ভর করেই পাঁচ উইকেটে ১৬৩ রান সংগ্রহের ভিত্তি পায় কলকাতা নাইট রাইডার্স। ক্যালিসের নিখুঁত ইনিংসটিতে পাঁচটি চার ও তিনটি ওভার বাউন্ডারির মার ছিল। পরে লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভার ব্যাট করে মুম্বাই ৭ উইকেট হারিয়ে ১২২ রান তুলতে সক্ষম হয়। ফলে শাহরুখ খানের দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪১ রানের দুর্বার এক জয় পায়।

অথচ মাসখানেক আগে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত নিলামে ‘বুড়ো’ জ্যাক ক্যালিসকে ধরে রাখা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। তাদের কড়া প্রশ্ন ছিল, ‘এই পড়ন্ত বিকেলে ক্যালিসকে আবারো স্কোয়াডভূক্তি কেন?’ বুধবার জেকে বসা ওই বেয়াদবি মার্কা সমালোচনাটাকেই যেন স্ট্রেইট ড্রাইভে মাঠ ছাড়া করলেন ক্যালিস! দেখিয়ে দিলেন যে, তিনি আসলে ইউটিলিটি প্লেয়ার। যে কিনা দলের প্রয়োজনে বুক চিতিয়ে লড়তে পারে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend