জামালপুরের মাদারগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুল ছাত্র নিহত

image_86169_0খবর বাংলা২৪ ডেক্স:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত স্কুলছাত্র লানজু ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় মারা গেছে। নিহত লানজু স্থানীয় আবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিরর ছাত্র। এ ঘটনায় আরো চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, উপজেলার সিধুলী ইউনিয়নের হাটবাড়ি গ্রামের তিল্লাল মণ্ডলের গোয়াল ঘর থেকে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে লানজুসহ আরিফ, শরীফ, সরুফা ও হাজেরা নামে পাঁচ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে বুধবার সন্ধ্যায় লানজু মারা যায়।

এদিকে অগ্নিকাণ্ডে ছয়টি বসত ঘর, গোয়াল ঘরসহ তিনটি গরু, পাঁচটি ছাগল ও ৫০/৬০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend