শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কিশোরী ধর্ষণকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

P=1মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী:

আদিবাসী কিশোরী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী শাখা। বুধবার সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য যে, পহেলা বৈশাখ ঢাকায় বৈশাখী মেলা থেকে বাসায় ফেরার পথে বিকেল ৬টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আদিবাসী কিশোরী পূর্ণিমা (১৭) কে পথ রোধ করে অপহরণ করে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা পূর্ণিমার পরিবারের কাছে মুক্তিপন দাবী করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানার পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষিতা পূর্ণিমা ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের মৃত সহেন চিরানের কন্যা। সে মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডের পার্সোনা বিউটি পার্লারে কাজ করত। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) দোষী ধর্ষকদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা ও এসবিসি’র নির্বাহী পরিচালক মি.নীলিপ ম্রং, বাগাছাসের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পবিত্র ম্রং, উপজেলা বাগাছাসের সভাপতি ডেনিস নখরেক, সাধারন সম্পাদক কিন্টন চিরান, সাংগঠনিক সম্পাদক ইশারা চিরান প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। ক্যাপশন: শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কিশোরী ধর্ষণকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধনের একাংশ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend