মেলান্দহে মাসব্যাপী চারু ও কারুকলার প্রশিক্ষণ কর্মশালা

image_86169_0 ’কর্মদক্ষতাই মানুষের পরম বন্ধু, অভিজ্ঞতা সনদের চেয়েও মূল্যবান’ এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে মাসব্যাপী চারু ও কারু কলার প্রশিক্ষণ কর্মশালা আজ ১৫ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (এসিএমবিএফ) প্রকল্প পরিচালক মো: শাহ্ জামাল এর আয়োজন করেন। এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজীউর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভাষা সৈনিক, কথা সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল জলিল। এসিএমবিএফ’র চেয়ারম্যান মো: দুলাল মিয়া কর্মশালার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার সরকার আ: সালাম বকুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান এস.এম.হাবিবুল্লাহ হাবিব, মাধবীলতা প্রকাশনীর চেয়ারম্যান কবি হাসনা হেনা, চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ জহরুল ইসলাম, মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান মওলা, সৈকত সাহিহত্য সংসদের সভাপতি কথা সাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা: ধ্র“বজ্যোতি ঘোষ মুকুল, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মোত্তালিব মোল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ রানা প্রমুখ। কর্মশালায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিটি হাই স্কুলে চারু ও কারু কলার বিষয়টি বাধ্যতামূলক হলেও মেলান্দহ উপজেলার কোন প্রতিষ্ঠানেই উক্ত বিষয়ে কোন শিক্ষক-শিক্ষিকা নাথাকায় পরিক্ষামূলক কর্মশালাটির আয়োজন করা হয়। পরবর্তীতে ৬৪জেলায় কর্মশালার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের এ বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মো. শাহ্ জামালের লেখা ’মা-মাটির কষ্ট’ বই বিক্রির টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হবার কথা রয়েছে।image_86169_0

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend