ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪২১ বরণ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪২১ বরণ অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে  র‌্যালী একাংশ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে র‌্যালী একাংশ।

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
নানান আয়োজনের মধ্যে দিয়ে পুরাতনকে পেছনে ফেলে নতুতকে সামনে রেখে  সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী  ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র-শিক্ষক. ব্যবসায়ীদের উদ্যেগে ১৪ এপ্রিল সোমবার বরণ করে নিল বাংলা নতুন বর্ষ  ১৪২১ খ্রীষ্ঠাদ্বের প্রথম দিনকে। এদিনটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি বিশাল র‌্যালী রং-বেরঙ্গের ব্যানার, ফেস্টুন ও গ্রামীন ঐতিহ্যের বিভিন্ন প্রতীক সহ সজ্জিত হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে বর্ষ বরণ উপলক্ষ্যে ষ্টেডিয়াম মাঠে নানা প্রকার ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জমশেদ আলী, ঝিনাইগাতী থানার অছি(তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম, সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব মন্ডল , এসবিসি’র নির্বাহী পরিচালক নির্লীপ ম্রংসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend