বিশ্বকাপে খেলার অযোগ্য আমির

বিশ্বকাপে খেলার অযোগ্য আমির

খেলাধুলা ডেক্স:
ফিক্সিংয়ের অপরাধে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের শাস্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য হয়তো এ বছরেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফিরলেও আগামী বছরের বিশ্বকাপে খেলার অযোগ্য থাকবেন আমির। দুর্নীতিবিরোধী আইনের সংশোধনী হওয়ার পর স্পট ফিক্সিংয়ের শাস্তি কিছুটা লঘু হয়েছে।

আমির অভিযুক্ত হন অনেক আগে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করেছিলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০১১ সালে পাঁচ বছরের শাস্তি কার্যকর হয় তার। দলের অধিনায়ক সালমান বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফও একই শাস্তি-ভুক্ত হন। ২০১১-১২ সালে ব্রিটেনে জেলও খেটেছেন তিন খেলোয়াড়।

এদিকে আমিরের বয়স কম হওয়ায় শাস্তি কমিয়ে আনার সুপারিশ করেছে পিসিবি। লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি নাজাম শেঠী জানালেন, আইসিসির দুর্নীতিবিরোধী আইনের সংশোধনী হওয়ায় আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা ১২ মাস কমতে পারে।

প্রথম শ্রেণী ক্রিকেটে খেললেও শাস্তি বহাল থাকবে অন্য খেলায়। এক্ষেত্রে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ জানালেন, “প্রথম শ্রেণীর ক্রিকেটে আমির খেলতে পারলেও আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না”।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend