উপজেলা নির্বাচন নিয়ে সরকারের প্রতি খালেদার সন্তুষ্টি!

রাজনৈতিক প্রতিবেদক:
উপজেলা নির্বাচনে সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন প্রথম দফা ভালো হয়েছে, দ্বিতীয় দফা মোটামুটি ভালো হয়েছে। কিন্তু তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফা নির্বাচনে অংশ নেয়ার মতো না। বিরোধী প্রার্থীদের এলাকায় থাকতে দেয়া হয়নি।’

সম্প্রতি দেশে সোনা চোরাচালানের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘সোনার বাংলায়, সোনার ছেলেরা বসে আছে, সোনা চোরাচালান করছে। এ সোনা যাচ্ছে কোথায়?’

পুলিশ প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ এবং দুর্নীতি বন্ধের তাগিদ দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে পুলিশ প্রশাসন নষ্ট করে ফেলা হচ্ছে।’

দেশে গুম, খুনের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

শ্রমিক, কৃষক, ছাত্র সবার দূরাবস্থা তুলে ধরেন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে এই সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল।’

বিস্তারিত আসছে……

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend