৩৯ স্ত্রীকে নিয়ে ভোট দিলেন চানা!

আন্তর্জাতিক ডেস্ক
ভারতে নির্বাচন ঘনিয়ে এলেই জিয়নঘাকা চানার গুরুত্ব বেড়ে যায়। কেননা তার পরিবারটি হচ্ছে বিরাট এক ভোট ব্যাংক। ৩৯ জন স্ত্রী আর ১২৭ জন ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি পরিবেষ্টিত এক বিশাল পরিবারের কর্তা চানা। তাই বুঝি তিনি ও তার পরিবারের সদস্যরা ভোটার হয়েছেন কিনা সেটি বারবার জানতে চান স্থানীয় রাজনীতিবিদরা।

মিজোরামের প্রত্যন্ত গ্রাম বাকতাওয়াংয়ের বাসিন্দা চান। বিশাল পরিবার নিয়ে বসবাস করেন পাহাড়ের ওপর, একশ কামরার এক বাড়িতে। ভারতের ১৬তম লোকসভা নির্বাচন সম্পর্কে চানা বলেন,‘গত কয়েকদিন ধরে ভোটের জন্য বহু নেতাই আমার কাছে এসেছেন। আসলে নির্বাচন এলেইই আমার গুরুত্ব বেড়ে যায়। একজন প্রার্থীর জন্য একশর বেশি ভোট কিন্তু কম কথা নয়।’

চানার স্ত্রী রিনকমিনি বলেন,‘আমরা সবসময় একই প্রার্থী বা একটি দলকে ভোট দেই। তাই আমাদের পরিবারের সমর্থন পাওয়ার অর্থ হল, ১৬০টি ভোট সম্পর্কে নিশ্চিত হওয়া।’

ভারতের অন্যান্য ভোটারদের মত চানাও দেশে একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নমুখী সরকারকে ক্ষমতায় দেখতে চান। তিনি মনে করেন, এ ধরণের সরকার ক্ষমতায় এলে তার পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে। ৭০ বছরের চানা বলেন,‘আমরা সবাই চাই একটি সৎ সরকার ক্ষমতায় আসুক যাতে আমাদের রাজ্যের উন্নতি হয়। রাজনৈতিক নেতারা আমার পরিবারের কাছ থেকে যে সুবিধাটুকু নিচ্ছেন বিনিময়ে আমরাও কিছুটা সুবিধা চাই।’

উনবিংশ শতাব্দির ত্রিশের দশকে চানার দাদা এই বিশাল পরিবারটি গড়ে তুলেছিলেন। গত চার প্রজন্ম ধরে তারা একই ছাদের নিচে বসবাস করে আসছেন, কেউ পৃথক হননি। সবমিলিয়ে চার প্রজন্মের সদস্য সংখ্যা হচ্ছে ১৭শ জন।

প্রসঙ্গত, শুক্রবার ভারতের চতুর্থ দফা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে মিজোরামে। এবারও ৩৯ স্ত্রীসহ ভোট দিয়েছেন চানা। তবে তারা কাকে ভোট দিয়েছেন এটি অবশ্য জানা যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend