শ্রীবরদীতে নবগাত ইউএনও মনীষা আহমেদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বরণ
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মনীষা আহমেদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার দুপুরের অফিসার্স ক্লাব শ্রীবরদী আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে নবযোগদানকৃত ইউএনও’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
