শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির নিলাম বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে বাদেঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদালয়ের ১টি রেইনট্রি কড়ই গাছ এবং দাক্ষিণ চাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি আকাশ মনি গাছ বিক্রয়ের নিমিত্তে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ আগষ্ট সোমবার দুপুরে ২টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ^রীতে প্রকাশ্যে খোলা নিলাম অনুষ্ঠিত হবে। বাদেঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি রেইনট্রি কড়ই গাছ বিক্রয়ের নিমিত্তে প্রাক্কলন সর্বনিম্ন দাম ৩৯ হাজার ৫৪১ টাকা এবং দক্ষিণ চাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি আকাশ মনি গাছের প্রাক্কলন সর্বনিম্ন দাম ২৭ হাজার ৩৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নিলাম ডাককারীগণকে সর্বনিম্ন ১০ হাজার টাকা জামানত প্রদান করে নিলাম ডাকে অংশ গ্রহণ করতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়।