জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে শ্রীবরদীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র্যালী

স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে পরবর্তীতে ছাত্র জনতার একদফা আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতে পলায়ন করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়। দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালী শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু রায়হান রুপম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী অকুল। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কৃষক দলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, যুবদলের যুগ্ন-আহবায়ক এখলাছুর রহমান লিটন,ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ ১০ টি ইউনিয়ন, পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।