৩১ দফা কর্মসূচি অবহিতকরণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

৩১ দফা কর্মসূচি অবহিতকরণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কর্ণঝোড়া বাজারে সিঙ্গাবরনা ইউনিয়ন শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মুহা: আলবেরুনী। এতে সভাপতিত্ব করেন সিঙ্গাবরুনা ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চান। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খানের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর। সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এরশাদুজ্জামান আরজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু সালেহ, মোঃ হোসাইন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend