শ্রীবরদীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের অংশগ্রহণে ঐ অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় অফিস করে দলে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসময় তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছি। খেয়ে না খেয়ে দেশের বিভিন্ন স্থানে একসাথে পালিয়ে থেকেছি। তাহলে এখন আমাদের মধ্যে বিভক্তি কেন? তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলীয় নির্দেশনা মোতাবেক বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান।
শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় কাকিলাকুড়া, রানীশিমুল ও সিংগবরুণা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল সহ সহযোগি সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু রায়হান বাবুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিফ উদ্দিন, রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ প্রমুখ।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগি সংঠগনের নেতাকর্মী এবং সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।