শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকালে পৌরসভার ছনকান্দা গ্রামে জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ ও খেলার শুভ উদ্বোধন করেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনিসুজ্জাজামান খোকন। তিনি বলেন, জনকল্যাণ ফাউন্ডেশন এলাকার অসহায়-হতদরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও অভাবগ্রস্থ লোকদের সেবা প্রদানের নিমিত্তে আমরা এই ফাউন্ডেশন গঠন করি। পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার কোন বিকল্প নেই।
খেলায় অংশ গ্রহণ করেন পৌর ছনকান্দা ফুটবল একাদশ ও উত্তর শ্রীবরদী ফুটবল একাদশ। এসময় ওয়ার্ড বিএনপি’র সভাপতি আহামদ আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও লাইট ওয়ে একাডেমি’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মহির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি ফরিদুল আলম লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান, জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নুরে আলম, হেলাল উদ্দিন মিয়অ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক তানেল আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক জিহানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রানা, অর্থ সম্পাদক নাজমুল হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবল প্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend