নালিতাবাড়ীতে বিড়ি কারখানায় অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বিড়ি কারখানায় অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কাওয়াকুড়ি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ওই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর সূত্রে জানা যায়, রুমি বিড়ি ফ্যাক্টরি পরিবেশগত ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন যাবত বিড়ি উৎপাদন করে আসছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend