শ্রীবরদীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি গ্রামের একটি ধান খেতে ঐ ঘটনা ঘটে। নিহত সুজম আহমেদ একই গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধানখেতে যায় সুজন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধান (আটি) নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বলেন, বজ্রপাতে সুজন নামে একজনের মৃত্যু হয়েছে। সে কৃষি শ্রমিক ছিলো। আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।