শ্রীবরদীতে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কবি-সাহিত্যিক-সাংবাদিকদের সাহিত্য আড্ডা

শ্রীবরদীতে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কবি-সাহিত্যিক-সাংবাদিকদের সাহিত্য আড্ডা

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ১৬৪ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে হালিমা আহসান ইনস্টিটিউট আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে ঐ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ কে. এম. ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, কবি, সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল ইসলাম আঁধার। সাহিত্য আড্ডায় আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক ও কবি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান মোতাসিম বিল্লাহ রুবেল, কাকিলাকুড়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক কবি, সাহিত্যিক মো. হাদিউল ইসলাম, ভায়াডাঙ্গা এম সিনিয়র মাদরাসার প্রভাষক আশরাফুজ্জামান আশরাফ, কবি ও সাহিত্যিক মোঃ এরশাদ আলী, মোঃ আশরাফ আলী চারু প্রমুখ। এসময় কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend