শ্রীবরদীতে কোরবানির হাট কাঁপাবে লাল বাহাদুর: দাম ৮ লাখ ৫০ হাজার

শ্রীবরদীতে কোরবানির হাট কাঁপাবে লাল বাহাদুর: দাম ৮ লাখ ৫০ হাজার

শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে কোরবানির হাট কাঁপাবে লাল বাহাদুর। উপজেলার সবচেয়ে বড় গরু দাবি করা হচ্ছে ‘লাল বাহাদুর’কে। এই গরুটির দাম চাওয়া হচ্ছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা। শাহিউল জাতের গরুটি ছবি এখন নেট জগতে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে এলাকার বিভিন্ন মানুষ দেখতে ভিড় করছেন কৃষক মো. মোশারফ হোসেনের বাড়িতে। এখন পর্যন্ত কাঙ্খিত দাম না পাওয়ায় গরুটি দড়ি ছাড়েননি কৃষক মো. মোশারফ হোসেন।

দেশীয় খাবার আর পরম আদর যত্নে লাল বাহাদুরকে লালন-পালন করেছেন শ্রীবরদী উপজেলার মথুরাদী গ্রামের মো. আসাদুজ্জামান দুদু মিয়ার ছেলে কৃষক মো. মোশারফ হোসেন। এবার কোরবানি ঈদের জন্য সুদর্শন ও পুষ্ট লাল বাহাদুরকে প্রস্তুত করা হয়েছে। প্রায় ২৪ মণ ওজনের এ গরুটির দাম হাঁকা হচ্ছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা। গরুটি লাল ও কালোর সংমিশ্রণ বলে এর নাম রাখা হয়েছে ‘লাল বাহাদুর’। বড় গরু বিধায় লাল বাহাদুরকে ঢাকায় নিয়ে যাওয়া নিয়ে কিছুটা দুশ্চিতায় রয়েছে কৃষক মো. মোশারফ হোসেন।

কৃষক মোশারফ হোসেন বলেন, লাল বাহাদুরকে প্রতিদিন খড়, ভূসি, গম, ভুট্টা ও তাজা খাস খাওয়ানো হচ্ছে। শহিউল জাতের এ গরুটি প্রায় ২৪ মণ ওজনের হবে। তিনি এর মূল্য হাঁকিয়েছেন ৮ লক্ষ ৫০ হাজার টাকা। ইতি মধ্যেই কয়েকজন ক্রেতা বাড়িতে এসে লাল বাহাদুরকে দেখে গিয়েছেন কিন্তু কাঙ্খিত দাম বলেননি। তিনি আরো বলেন, বেশ স্বাস্থ্যবান, চতুর আর রাগ বেশি হওয়ায় গরুটির নাম ‘লাল বাহাদুর’ রাখা হয়েছে। লালন-পালনে অনেক খরচ হয়েছে। লাল ও কালো রঙের সংমিশ্রণ রয়েছে গরুটির চামড়ায়। দেখতেও খুবই সন্দুর। বিশাল দেহের গরুটি দেখতে প্রতিদিন আশপাশের মানুষ ভিড় করছে। অনেকেই ফেসবুকে ছবি দেখে ফোনও করছে। কিন্তু কারো সঙ্গে এখনো দামে মিলছে না।

প্রতিবেদক: ফরিদ আহমেদ রুবেল।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend