শ্রীবরদীতে উপজেলা আইন-শ্ঙ্খৃলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে উপজেলা আইন-শ্ঙ্খৃলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি এবং মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সোমেশ^রীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলার আইন-শৃঙ্খলা, চুরি, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট মুনতাসির, সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, কর্ণঝোড়া বিওপির নায়েক সুবেদার মো. তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাংবাদিক তাসলিম কবির বাবু, মাসুদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend