শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ২০২৪ সালের জুলাই এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ে ৬ শহিদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শ্রীবরদী উপজেলার ৬ জন শহীদ হয়েছিলো। তাঁরা হলেন, গবরীকুড়া গ্রামের শাহীনুর মামুন শেখ, রুপারপাড়া গ্রামের সবুজ মিয়া, তিনানী ছনকান্দা গ্রামের জসিম উদ্দিন টুকু, চাউলিয়া গ্রামের বকুল মিয়া, মাটিয়াকুড়া গ্রামের আসাদুল্লাহ ও উত্তর খড়িয়া গ্রামের উসমান গণি।