শ্রীবরদীতে অবৈধ বালু উাত্তোলন বিরুদ্ধে অভিযান: ১২টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ের বাবেলাকোনা ও হাড়িয়াকোণা গ্রাম দিয়ে বয়ে আসা ঢেউফা নদীতে ঐ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। এসময় ১২টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় হাজার ফুট পাইপ ও ১৫টি বাশের টাওয়ার ধ্বংস করা হয়। এছাড়াও বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়। তবে অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ড্রেজার রেখে জঙ্গলে পালিয়ে যায়। অভিযানে সঙ্গীয় পুলিশ ফোর্স, ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।