শ্রীবরদীতে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার:
শেরপুর শ্রীবরদীতে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মো. নাহিদুল হক। এসময় ভটপুর, রানীশিমুল, শালমারা এলাকার ৪টি করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়। এছাড়াও অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা। অভিযানে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও রেঞ্জ অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে শ্রীবরদী বাজারে অভিযান চালিয়ে মুল্য তালিকা না থাকার কারনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। যন্ত্রাংশ জব্দ সহ নিয়মিত মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।