শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার:
শেরপুর শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলকারীদের বিরুদ্ধে ঐ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মো. নাহিদুল হক। এসময় বিজিবি ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩০টি বাশের মাচা ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।