পার্বতীপুর ও ফুলবাড়ীতে শারদীয় দূর্গা পূজা পরিদর্শন করলেন তুহিন


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ও পাবর্তীপুর উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ সফেদ আশফাক আকন্দ তুহিন এর শারদীয় দূর্গা পূজা পরিদর্শন। ফুলাবাড়ী উপজেলার কৃতিসন্তান মোঃ সফেদ আশফাক আকন্দ তুহিন ছাত্র জীবনের শুরু থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশে অনুপ্রণিত হয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করছেন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ সফেদ আশফাক আকন্দ তুহিন বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বহি: বিশ্ব মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন আর থেমে নেই। এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। যার ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূর্জা। এই পূজা যাতে তারা নিবিঘ্নে পালন করতে পারে সে জন্য সকল ধর্মের মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগীতা করছেন। তিনি এক যোগে পাবর্তীপুর ফুলবাড়ী উপজেলা শতাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।