বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোশাইপুর ইউনিয়ন


স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গোশাইপুর ইউনিয়ন। ১৯মে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মো. আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছালেহ, হামিদুর রহমান।


এসময় উপজেলা শিক্ষা অফিসার জিয়াউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিউদ্দিন, গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ জলিল, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, খড়িয়াকাজির চর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

ফাইনাল খেলায় গোশাইপুর ইউনিয়ন ২-০ গোলে গড়জরিপা ইউনিয়নকে পরাজিত করে। ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার ফুটবলপ্রেমি শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়।