শ্রীবরদীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্টের পুকুর থেকে জিব্রাইল হোসেন রনি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে শুক্রবার সকালে উপজেলার মুন্সিপাড়া গ্রামের শশ্মানঘাটি সংলগ্ন আওরঙ্গ’র প্রজেক্টের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জিব্রাইল দক্ষিণ মুন্সিপাড়া গ্রামের মৃত হজকেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি ধানের কুড়ার মিলে কাজ করতো।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ১২ মে বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে লুঙ্গি নিয়ে বের হয়ে যায় জিব্রাইল। এরপর আর বাড়ি ফিরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজ খুজি করেও তাকে পায়নি। পরে ১৩ মে শুক্রবার সকালে শশ্মানঘাটি সংলগ্ন আওরঙ্গ’র মাছের প্রজেক্টের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।