রাজারামপুর এস.ইউ উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর এস.ইউ উচ্চ বিদ্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর এস.ইউ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়াম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লcবর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যেৎসাহী সদস্য শরীফ উদ্দীন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধ কান্তে প্রশাদ শীল, শিবনগর ইউপি চেয়াম্যান ছামেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, পিন্ট ও ইলেক্ট্রক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ প্রসাদ গুপ্ত। আয়োজনে ছিলেন, রাজারামপুর এস.ইউ উচ্চ বিদ্যালয়।