শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটি এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার সকালে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, তাতিহটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, বাল্য বিয়ে, জঙ্গিবাদ, চুরি প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে আগামী ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়