শ্রীবরদীতে বেকারী শিল্পের উপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
বেকার জনগোষ্ঠির কর্ম দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বেকারী শিল্পের উপর ২৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে সামথ্য প্রকল্পের সহযোগিতায় তাতিহাটি পশ্চিম মোড়ে গাজীর বাড়িতে ২৫ জন শ্রমিক নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সামর্থ্য প্রকল্পের শ্রীবরদী ক্লাস্টার নেটওয়ার্কের সভাপতি আবু জাফর।
কর্মসূচীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সামর্থ্য প্রকল্পের জেলা ব্যবস্থাপক কৃষিবিদ শহিদ নাসরুল্লাহ আল মামুন। তিনি বক্তব্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন সক্ষমতা অর্জনের পথে নতুন জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন। এই প্রকল্প শ্রমিকের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নিয়োগযোগ্যতা ও আয় বৃদ্ধি এবং টেকসই বাজারব্যবস্থা উন্নয়নে দারিদ্রতা কমিয়ে আনবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্লোবাল সলিউশন বিডি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর আব্দুর রশিদ আকন্দ, সহকারি ক্লাস্টার কো-অর্ডিনেটর শাহজাহান জিহাদি, সামর্থ্য প্রকল্পের শ্রীবরদী ক্লাস্টার নেটওয়ার্কের সাধারন সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।
এসময় বেকারী শিল্পের প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল সলিউশন বিডি’র প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত বই (ইউজিং বেসিক ম্যাঢাম্যাটিকাল কনসেপ্ট), খাতা, কলম, মাস্ক, এপ্রোনসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।