শ্রীবরদীতে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার:
“মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা” প্রতিপাদ্যকে ধারন করে শেরপুরের শ্রীবরদীতে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ভাত পরিবেশন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চান ও ইউএনও সেঁজুতি ধরের নেতেৃত্ব মঙ্গল শোভাযাত্রায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ্ব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।