‘বাংলাদেশের ক্রিকেটে টার্নিং পয়েন্ট এটি’
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্র করাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট বলে আখ্যা দিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
হাথুরুসিংহে বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ফল বড় টার্নিং পয়েন্ট। ইতিহাস হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও যা বড় স্বীকৃতি। সব মিলিয়ে দারুণ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি বড় মুহূর্ত।’
ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দেওয়ায় কি এই সাফল্য— এ প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা আপনি খেলোয়াড়দের কাছে জানতে পারবেন। আমার কাজ তাদের স্বীধানতা দেওয়া, নিজের মতো খেলতে দেওয়া।’
পাকিস্তানের বিপক্ষে এমন ম্যাচ দেখে অভিভূত প্রধান কোচ। তিনি বলেছেন, ‘সত্যি আমি কখনই এমন ঘুরে দাঁড়ানোর ঘটনা দেখিনি। এই কন্ডিশনে পাকিস্তানের বোলিং অন্যতম সেরা বোলিং আক্রমণ। চাপের মাঝে এমন ব্যাটিং বিশাল অর্জন।’
ঢাকা টেস্টে দলের লক্ষ্য কি হবে এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা জয়ের জন্যই খেলি।’
এমন ড্র’য়ে উইকেট কি কোনো ভূমিকা রেখেছে— এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি মনে করি না, উইকেট আমাদের সাহায্য করেছে।’