নলছিটি উপজেলা চেয়ারম্যানের গাড়িতে আগুন, আটক ২

Jhalakatiঝালকাঠির নলছিটি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এ্যাডভোকেট ইউনুস লস্করের সরকারি গাড়িতে সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম মাকসুদ জানান, সোমবার রাতে গ্যারেজে আগুন দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির সামনের ও পেছনের গ্লাস, টায়ার ও গাড়ির কাগজপত্র পুড়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে পৌর এলাকার মল্লিকপুর থেকে যুবদলকর্মী মো. নসির হাওলাদার (৪২) ও মো. কালাম মল্লিককে (৩৮) আটক করেছে থানা পুলিশ।
ওসি আরও জানান, উপজেলা চেয়ারম্যান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com