ঝালকাঠির রাজাপুরে বাস খাদে পড়ে নিহত ১০, আহত ৩৫

Jhalakathi-Roadঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ জন নিহত হন এবং অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেয়। উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসী।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, বিভিন্ন হাসপাতাল সূত্রে সর্বশেষ ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় পতিত বাসের উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপম পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা সড়কের বিশ্বাসবাড়ি এলাকায় বাসটির সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com