ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১৪ নভেম্বর রবিবার ভোর রাতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্র সহ হাতেনাতে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার সূত্রে জানা যায়, রবিবার রাতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (অছি) এ,কে,এম,ফছিহুর রহমানের কাছে একটি গোপন সংবাদ আসে , দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমনের জন্য গজনী অবকাশ কেন্দ্রে আসা পর্যটকদের নিকট থেকে টাকা পয়সা ও গহনাগাটি ডাকাতি করা হবে। এ সংক্রান্ত সংবাদ পাওয়ার পর- অফিসার ইনচাজ (অছি)এ,কে,এম,ফছিহুর রহমানের নেতৃত্বে অছি (তদন্ত)গোলাম মোর্শেদ তালুকদার সহ থানার প্রায় সকল অফিসারদেকে সাথে নিয়ে প্রথমে নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে এরশাদ আলী (২৮)কে আটক করে। পরে আটককৃত এরশাদকে সাথে নিয়ে পুলিশ রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশী অভিযান চালায়। অবশেষে গজনী অবকাশ কেন্দ্রের কাছাকাছি স্থানে ভোর রাতে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে ডাকাতির প্রস্ততিকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বাকী ৬ জন হ’ল, ডেফলাই গ্রামের খলিলুর রহমানের ছেলে মিন্টু(৩০), রামেরকুড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আফাজ উদ্দিন (২৫), আঃ হাইয়ের ছেলে নবী হোসেন(১৮), আঃ রশিদেও ছেলে আনারুল (২২), ডাকাবর গ্রামের শহিদুলের ছেলে জয়নাল (২৪) ও ভালুকা গ্রামের মৃত ফজল হকের ছেলে আছমত আলী (২৮)।