মারা গেলেন রাজবাড়ীর গুলিবিদ্ধ ভাইস চেয়ারম্যান

kaji-najim1রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুন্সি নাদের হোসেন মারা গেছেন। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নাদের হোসেন।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শুক্রবার ২১ নভেম্বর সকাল ৯টার দিকে ম‍ুন্সি নাদের হোসেনকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জানান, মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাতে তিনি মৃত্যুবরণ করেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল ৯টার দিকে ম‍ুন্সি নাদের হোসেন বাজারে যাচ্ছিলেন। পথে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়েন। দু’টি গুলি তার বুকে বিদ্ধ হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com