ঝিনাইগাতীতে পুলিশ পাহারায় আওয়ামীলীগের দু’গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে ১১ নভেম্বর মঙ্গলবার বিকালে পুলিশ পাহারায় আওয়ামীলীগের দু’গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় দুপুর থেকে ঝিনাইগাতী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সরকার দলীয় একাধিক নেতা কর্মীর সাথে কথা বলে যানা যায়, বর্তমান আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নিজ দলের ভিতর বেশ কিছুদিন যাবৎ চলছে দ্বন্ধ। আর এ দ্বন্ধের চরম রুপ নেয় বর্তমান আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে। সুত্রটি জানায়, বর্তমান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম ও তার কমিটির লোকজন বিধি বর্হিভূত ভাবে দলীয় গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে, গত উপজেলা পরিষদ নির্বাচনের অযুহাত দিয়ে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনগড়া ভাবে আহবায়কের অনুসারিদেরকে দিয়ে চলছে কমিটি গঠন। এই কারনে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বাদ পড়া ত্যাগী নেতা কর্মীরা বর্তমান আহবায়ক কমিটির উপর ক্ষোভে ফেটে পড়ে। এ অবস্থায় বঞ্চিত নেতা কর্মীরা ঝিনাইগাতী সদর বাজারে জনসভার ডাক দিলে, উভয় গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে আহবায়ক গ্রুপকে দলীয় কার্যালয়ের সামনে এবং বিদ্রোহী গ্রুপকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেন। পরে এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে আমতলীতে এবং সাবেক সভাপতি আলহাজ শরিফ উদ্দিন সরকারের সভাপতিত্বে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এক গ্রুপ আরেক গ্রুপকে অবৈধ বলে আখ্যায়িত করেন। বর্তমানে উভয় গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাইনি।