শ্রীবরদীতে কিশোরী ধর্ষনের ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্ধ ধাতুয়া গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষনের ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ধর্ষিতা কিশোরী বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষক বন্ধ ধাতুয়া গ্রামের মজি মিয়ার ছেলে রফিক মিয়া (২৫), স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন মিঠু, একই গ্রামের সুরগু মিয়ার ছেলে মুকুল মিয়া (২২), আজাহার আলী ওরফে বাদুরের ছেলে আছমত আলী (৩৫), মৃত সিরা মিয়ার ছেলে মজি মিয়া (৫৫) ও সমজ উদ্দিনের ছেলে হাসেম মিয়া কে আসামী করে মামলাটি দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ই অক্টোবর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে প্রকৃতির ডাকে কুপি বাতি নিয়ে কিশোরী ঘর থেকে বাহির হলে ধর্ষক ও তার সহযোগী আরিফ হোসেন মিঠু, আছমত আলী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাড়ীর পাশে কলা বাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে লম্পট রফিক তাকে ধর্ষন করে। কিশোরীর চিৎকারে তার বাবা মা তাকে উদ্ধার করে । পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে সমাজপতিরা ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে একাধিকবার দেন দরবার করে। পরবর্তীতে স্থানীয় সমাজ কর্মীদের সহযোগীতায় ধর্ষিতা কিশোরী আদালতে মামলা দায়ের করে। কিশোরীর অসহায় পিতা মানিক মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন স্থানীয় মিঠু বাহিনীর অন্যতম সদস্য রফিক কর্তৃক আমার কিশোরী কন্যা ধর্ষনের শিকার হলেও আমি এর কোন বিচার পায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুল হক শাহজাহান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি বড়ই দুঃখজনক আমরা চাই দোষিদের উপযুক্ত বিচার হোক।