সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

accident_28সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় রফিক মিয়া (৩০) নামে এক নছিমন চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে মুরগীর খাদ্য ভর্তি একটি নছিমন বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া মোড়ে যাচ্ছিল। রাত ১০টায় গেন্দারপাড়া মোড়ে পৌছামাত্র পিছন থেকে আসা একটি ট্রাক ওই নছিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমন চালক রফিক মিয়া ছিটকে রাস্তায় পড়ে যান। পরে ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করে। নিহত রফিক মিয়া মধুপুরের পঁচিশা গ্রামের আমির খাঁ’র ছেলে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com