চুমু খাওয়ায় চাকরি গেলো দুই পুলিশের
কর্তব্যরত অবস্থায় চুমু খাওয়ার অপরাধে চাকরি গেলো দুই পুলিশ কর্মকর্তার। সম্পর্কে তারা প্রেমিক-প্রেমিকা। সেই দুই পুলিশ কর্মকর্তা খোলা আকাশের নিচে কর্তব্যরত অবস্থায় একে-অন্যকে চুমু খায় আর চুমু খাওয়ার সে দৃশ্য ছবি তুললেন আরেক পুলিশ বন্ধু। চুম্বনরত প্রেমিক-প্রেমিকার ছবি দেওয়া হলো সামাজিক যোগাযোগের মাধ্যম। এমনকি পরস্পরকে চুমু খাওয়ার ছবিটি ইন্টারনেটে ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণও করা হয়। ফলে কর্তব্যরত অবস্থায় পুলিশের পোষাকে এই কাজ করার জন্য শাস্তি হিসেবে চাকরি গেলো দুই জনেরই।
তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাগেরা এলাকায় সম্প্রতি ঘটনাটি ঘটে।
তবে চুমু খাওয়ায় তাদের চাকরিচ্যুত করাটাকে কর্তৃপক্ষের বাড়াবাড়ি হিসেবেই দেখছেই দেশটির জনগণ। এ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা তাদের হতাশার কথাও ব্যক্ত করেছেন।
তবে এ বিষয়ে মাসুদ জর্জ নামে এক আইনজীবী বলেন, ‘তাদের সাজা যতটাই মারাত্মক মনে হোক না কেন চাকরিচ্যুতির সিদ্ধান্তটা অবৈধ নয়। তাদের আচরণবিধি অনুুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আইনের দৃষ্টিভঙ্গি থেকে তাদের চাকরি থেকে অব্যাহতির ক্ষেত্রে অন্যায় কিছু হয়েছে তা আমরা বলতে পারি না।’
সূত্র: বিবিসি
