এসএসসি ফলাফল : কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ

এবার কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬শ ১৭টি বিদ্যালয়ের ১ লাখ ৪৪ হাজার ৯শ ৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৯ হাজার ১ম ৯২ জন, মানবিকে ৩৪ হাজার ৪শ ১০ জন ও ব্যবসা শিক্ষায় ৮১ হাজার ৩শ ৩১ জন।
এদিকে, এ বছর কুমিল্ল বোর্ডে পাশের হারের দিক থেকে তিনটি বিভাগেই ছেলেরা ও বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে।
বিজ্ঞান বিভাগে শতকরা পাসের হার ৯৪.৭৫।
এরমধ্যে ছাত্র ৯৫.২৯ এবং ছাত্রী ৯৪.০৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার শতকরা ৮২.২০ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২.৯৭ শতাংশ এবং ছাত্রী ৮২.০১ শতাংশ।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে শতকরা পাশের হার ৯১.৪৪ শতাংশ। এরমধ্যে ৯২.২৫ শতাংশ ছাত্র। ছাত্রী ৯০. ৫৬ শতাংশ।
এবার পাসের দিক থেকে যেমনি এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ, তেমনি ৩টি বিভাগেই ছাত্ররা এগিয়ে রয়েছে।