শ্রীবরদীতে হাতি উপদ্রুপ এলাকায় এডিপির কেরোসিন বিতরণ

images (3)রোম্মান আরা পারভীন রুমী: শ্রীবরদীর পাহাড়ি বন্যহাতি উপদ্রব এলাকায় কোরোসিন বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এডিপি । বৃহস্পতিবার বিকালে উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিস কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে ৪শ ২০ লিটার কেরোসিন বিতরণ করা হয। কেরোসিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীবরদী এডিপি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com