খেলছেন না গেইলও


দুই দলের ক্রিকেট লড়াইয়ের আগে টসের সময় ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি অনেকটা অপ্রত্যাশিতভাবে গেইলের অনুপস্থিতির খবর জানান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি।
দুই দলের সেরা তারকার অনুপস্থিতিতে দলীয় শক্তির ভারসাম্য এখন অনেকটাই সমানে সমান। গেইলের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন নিক ম্যাডিনসন। এছাড়াও দলের চার বিদেশী ক্রিকেটারের কোঠায় অন্যরা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, অ্যালবি মরকেল ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
অন্যদিকে দিল্লির চার বিদেশী ক্রিকেটারের কোঠায় খেলছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও ওয়েন পারনেল এবং নিউজিল্যান্ডের রস টেলর ও অলরাউন্ডার জেমস নিশাম।