শ্রীবরদীতে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামি গ্রেফতার

ফেরদৌস আলী, শ্রীবরদী :
হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার ভোরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকার পোড়াগড় বাজার থেকে আল আমীন (৩২) ও দুদু মিয়া (৬৭) নামে দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃত আল আমীন ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের আবু জাফরের ছেলে এবং দুদু মিয়া একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
জানা যায়, ঝিনাইগাতী থানার মামলা নং ০৩(০৫)২০০৬, জিআর নং-৩৪/০৬ এর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি আল আমীন ও দুদু মিয়া পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার নেতৃত্বে এসআই শফিকুর রহমান, এএসআই নজরুল ইসলাম, এএসআই আজহার, এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় পোড়াগড় বাজার থেকে মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আল আমীন ও দুদু মিয়া শ্রীবরদী পৌর এলাকার পোড়াগড় বাজারে ঘুরাঘরি করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৭ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি। দুপুরে তাদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Block Title

Title

Short Description

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend