শ্রীবরদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে শিক্ষকদের অবদানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শ্রীবরদী শিক্ষক সুহৃদ সংঘের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ৫ অক্টোবর শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীবরদী শিক্ষক সুহৃদ সংঘের আহবায়ক কে.এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ পলাশ।
সহকারী অধ্যাপক হাদিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্দিলপুর আ. মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, মামদামারী দাখিল মাদরাসার সুপার আ. কাদির, বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শ্রীবরদী এপিপিআই-এর সাবেক প্রধান শিক্ষক মোজাফফর আলী, শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ ও বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি এবং শ্রীবরদী এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন প্রমূখ। এসময় উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend